কক্সবাজারের ঈদগাঁওতে শ্বশুরের জানাজায় অংশ নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন মাও. মিজানুর রহমান আজিজী (৩০) নামে এক ইমাম।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান আজিজী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাটা জঙ্গল এলাকার মরহুম আব্দুল জলিলের ছেলে এবং একই এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শ্বশুরের মৃত্যু খবর পেয়ে সিএনজিচালিত অটোরিকশাতে করে ঈদগাঁও যাওয়ার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা ফাঁকা গুলি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয় ও তাকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান বলেন, ‘ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত