ঈদকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে হকাররা।
রবিবার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, ইপিজেড, ভলিভদ্র বাজার, বাইপাইলসহ কয়েকটি পয়েন্টে ফুটপাত দখল গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযান বলিভদ্র বাজারে শুরু করার এক পর্যায়ে দখলদাররা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাংচুর করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনূর কবির জানান, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের ২২টি জেলার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এসব গাড়ি নির্বিঘ্নে চলাচল করার জন্য মহাসড়কের পাশের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় হামলার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/মুসা