সিলেটের বিশ্বনাথে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবকটির নাম আবদুল মুকিত (৩৫)। তিনি বিশ্বনাথ পৌরসভার দক্ষিণ মিরেরচর (মোল্লাবাড়ি) গ্রামের আবদুশ শহিদ এর ছেলে। আজ রবিবার (২৩ মার্চ) ভোররাতে পৌরশহরের রামপাশা রোডের রোজিস টাওয়ারে বোনের ফ্ল্যাট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। বিছানার পাশে হেলে পড়ে ছিলো শরীর।
এ ঘটনায় প্রাথমিক ধারণায় পুলিশ আত্মহত্যার কথা বললেও, পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সূত্র জানায়, মুকিত পৌরশহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। পাশাপাশি তার বোনের ফ্ল্যাটে দেখাশুনা করতেন, কারণ সেখানে কোনো ভাড়াটে থাকতেন না। গত রাতে তিনি বাড়ি না ফেরায়, তার সন্ধান করছিলেন পরিবারের সদস্যরা। পরে সেহরির সময় টাওয়ারের নিরাপত্তা প্রহরীর মাধ্যমে জানতে পারেন ফ্ল্যাটে আলো জ্বলছে, তবে ভিতর থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তারা গিয়ে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। এরপর পাশের গ্লাস খোলা দেখে ওইদিক দিয়ে দরজা খুলে মুকিতের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
মুকিতের পা বাঁধা ছিল রশি দিয়ে। তার পেট এবং পায়ে আঘাতের চিহ্নও রয়েছে। পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে ঘটনা আসলে কী। পরিবারের পক্ষ থেকে মামলা হলে তা তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/আশিক