বগুড়ার সোনাতলা উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার দিঘদাইড় ইউনিয়নের কর্পূর হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি দেশের কল্যাণে কাজ করে। বিএনপি একমাত্র দল যার প্রতিষ্ঠাতা বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীদের চলতে হবে। বগুড়ার উন্নয়নে বিগত সময়ে আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল আগামীতে আরো উন্নয়নের জন্য বগুড়ার সাতটি আসন উপহার দিতে হবে। এ সময় তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবুর পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন চৌধুরী, সোনাতলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানূর রহমান রেন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট কে. এম. হুমায়ুন কবীর, সোনাতলা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, দিঘদাইড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পান্না, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে এম হারুনুর রশিদ, দিঘদাইড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামিল ইসলাম খান, সদস্য সচিব রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া মিঠু, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমীন রুনু প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ