নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি। বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জিসান নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী বলে জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল