দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ ও শিশু গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে হবিগঞ্জ শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন মসজিদ থেকে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো কোর্ট মসজিদ প্রাঙ্গণ এলাকা। এসময় ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কোর্ট মসজিদ প্রাঙ্গণ।
মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মাওঃ মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি, মাওঃ মুফতি সিরাজুল ইসলাম, মাওঃ সারোয়ার, মাওঃ আবুল হাসান হানাফি, অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে এক বিশাল র্যালি বের করা হয়। যা থানার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/আশিক