কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তারকা হোটেলের নিরাপত্তারক্ষী ইমাম উদ্দিনের। সোমবার ইফতারের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলির একটি হোটেলের সামনের প্রধান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম উদ্দিন নিহত হয়। নিহত ইমাম উদ্দিন একটি হোটেলের নিরাপত্তাকর্মী।
জানা যায়, ইফতার শেষে মাগরিবের নামাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম ইমাম উদ্দিন নিহত হন। প্রত্যক্ষদর্শীর বরাত ও সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাস্তা পারাপারের জন্য ইয়াম প্রথমে ফুটপাতে কিছুক্ষণ দাঁড়ায়। পরে রাস্তা পারা হতে গেলে কলাতলি থেকে আসা দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেল ধাক্কা দিলে প্রায় ১০ গজ দূরে গিয়ে পড়ে ইমাম। পরে সেখান থেকে ওশান প্যারাডাইজের অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওই হোটেলের পাবলিক রিলেশনশিপ অফিসার সাঈদ আলমগীর বলেন, ইফতারের পর নামাজের জন্য বের হয় ইয়াম উদ্দিন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় কলাতলি থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল ইমামকে ধাক্কা দেয়। ধাক্কায় ইমাম অনেক দূরে গিয়ে পড়ে। এসময় হোটেলের অন্য কর্মীরা দৌড়ে এসে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ