বেতন-ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা। আজ রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ফটকের সামনে এআইটি কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন ইউনিয়নের এআই টেকনিশিয়ানরা।
মানববন্ধনকারীর জানান, মাত্র ২ হাজার টাকা সম্মানিতে কাজ করতে হচ্ছে এআই টেকনিশিয়ানদের, বারবার প্রতিশ্রুতি দিয়েও ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। দাবি আদায়ের জন্য ৯ মাস ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। তবুও মন্ত্রণালয় কর্ণপাত করছে না, বরং বিভিন্ন জায়গায় এআই টেকনিশিয়ানদের দমনপীড়ন করা হচ্ছে।
তারা আরও বলেন, দ্রুত বেতন বৃদ্ধিসহ, একই ইউনিয়নে একাধিক নিয়োগ বাতিল, বেসরকারি কোম্পানির কৃত্রিম প্রজনন শিথিল, প্রয়োজন মতো সিমেন সরবরাহ, সরকারি সিমেনের অপপ্রচার রোধ, যোগ্যতা অনুযায়ী এআইটিদের এফএ পদে নিয়োগসহ ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও কর্মসূচি চলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এআইটি কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজাদ হোসেন, কার্যকরি কমিটির সভাপতি মো. মাসুদ করিম, ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী জিন্নাহ, বিশেষ সম্পাদক প্রদীপ কুমার রায়, মুন্সিগঞ্জ কমিটি সভাপতি মো. আশরাফুল আলম, কার্যকরি সভাপতি জাকির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ