রংপুরের কাউনিয়া উপজেলায় শহীদবাগ ইউনিয়নের বেইলীব্রিজ বাজার এলাকায় র্যাব-১৩ এর একটি বিশেষ চেকপোস্ট অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহীদবাগ ইউনিয়নের বেইলীব্রিজ বাজারের পশ্চিম পাশে র্যাব সদস্যরা তল্লাশি চালাচ্ছিল। এসময় একটি নীল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়।
তবে গাড়ির আরোহীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহের চিশতী (২৮), মোঃ হাবিল (২৪), মোঃ কাবিল (২৪), মোঃ মোস্তফা কামাল (১৯)। ইজিবাইক তল্লাশি করে ড্রাইভারের আসনের নিচে খাকি কসটেপ মোড়ানো পাঁচটি প্যাকেটে মোট ১৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
এ বিষয়ে কাউনিয়া থানা ওসি মোঃ আব্দুল লতিফ বলেন, উক্ত ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ