ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশু সায়ান আহমেদ অবেশেষে ফিরে এলো বাবা মায়ের কোল। শিশুটিকে ফিরে পাওয়ার পরে আনন্দে যেন মেতে উঠেন শিশুর পরিবারসহ সকলেই। শিশুটিকে কোলে নিতে ও এক ঝলক দেখতে সদর থানা চত্ত্বরে ভিড় করেন সর্বস্থরের মানুষ। তবে শিশুটির বাবা মা একদিকে যেমন পুলিশ ও র্যাবকে দিচ্ছেন ধন্যবাদ, অপরদিকে বলছেন আগামীতেও প্রয়োজন নিরাপত্তার।
বুধবার রাতে ঠাকুরগাঁও পুলিশের একটি দল গিয়ে গাজীপুর থেকে শিশু সায়ান আহমেদ এবং তার পরিবাকে নিয়ে আসেন থানায়। এসময় শিশুর পরিবারকে ফুলের শুভেচ্ছা দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। খবরটি ছড়িয়ে যাবার পরে থানা এলাকায় ছুটে আসেন বিভিন্ন স্তরের মানুষেরা। শিশুটিকে দেখতে ও তাকে কোলে নিতে শুরু করেন সকলেই। দীর্ঘ সময় পরে পুলিশ ও র্যাবের সফল অভিযানে নিজের ছেলে সন্তানকে কাছে পেয়ে খুশি পরিবারটি। বাবা মায়ের কোল ফিরে পেল শিশুটিও। ঠাকুরগাঁও সদরের মোজা বনি গ্রামের শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান সায়ান আহমেদ।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে ২ মাস ১৭ দিন বয়সী শিশুটি চুরি হয়েছিল। এরপর থেকে জেলা পুলিশ শুরু করেন শিশুটিকে খোজার। অবশেষে ১২ মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে শিশু সায়ানকে উদ্ধার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-১ গাজীপুর ও র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এ সময় চারজনকে আটকও করেছেণ তারা।
শিশু চুরির ঘটনায় গ্রেফতার চারজন হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০), তার স্বামী একই গ্রামের রোজু কবিরাজ (২২),নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে পরিবারের কাছে ফিরে দিতে পেরে আমরা অনেক খুশি। শিশুটি হারিয়ে যাবার পর থেকেই আমরা কেউ বসে ছিলাম নাহ। আমরা প্রতিটি সময় কাজ করে গেছি। অবশেষে এক বাস কাউন্টারে ভাইয়ের মাধ্যমে তথ্য পাই। এরপর গাজীপুর-দিনাজপুর-নীলফামারি প্রশাসনের হেল্প নিয়ে অবশেষে গাজীপুর থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। তবে আমাদের সকলকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এএ