ইসলামী আন্দোলন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যারাই রাজনীতি করছে তারা আমাদের ভাই; তারা আমাদের সাথী বন্ধু। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। সবাইকে নিয়ে দেশটা সুন্দরভাবে গড়তে চাই। আমাদের পীর সাহেব চলমোনাই দেখাতে চান কাউকে বাদ নিয়ে নয়; সবাইকে নিয়ে দেশটাকে গড়ি।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আগে শুনতাম হুজুররা কি রাজনীতি করবে? এখন লোকে বলাবলি করে হুজুরদেরই দরকার। কারণ অনেক দেখেছি; বারবার ধোঁকা খেয়েছি। এখন আর ধোঁকা খাইতে চাই না। এজন্য পীরসাহেব চরমোনাই আহবান করছেন আসুন যারা ইসলামের পক্ষে রাজনীতি করছি সবাই মিলে একটা বাক্স দেই। প্রত্যেকটা আসনে একটা বাক্স দিতে চাই।
তিনি আরও বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবি করেছি।
ইউনুছ আহমাদ বলেন, আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।
মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সুলতান মাহমুদের সঞ্চালনায় গণ ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাও. দেলাওয়ার হোাসাইন সাকী, মহানগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ