বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র ফিহানের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৫ মার্চ) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিপুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিখোঁজের ৩০ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদীর কুতুবপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফিহান নিখোঁজ হয়। শিশু ফিহান মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা মাসুম হাওলাদারের ছেলে। সে নানার বাড়ি মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামে থাকত। ফিহান পূর্ব চর কুতুবপুর একে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পরিবারের বরাতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাওসিফ তার নানা নিজাম ভুঁইয়ার সঙ্গে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। সাতার না জানা তাওসিফ স্রোতের টানে নদীতে ভেসে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা বুধবার দিনভর আড়িয়াল খাঁ নদীতে তল্লাশি করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে কুতুবপুর খেয়াঘাট এলাকায় তার লাশটি ভাসমান অবস্থায় পায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে নৌ পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম