রাজবাড়ীর পাংশায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. লোকমান বিশ্বাস জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মো. আতিয়ার বিশ্বাসের ছেলে।
পুলিশের ভাষ্য, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পাংশা থানা পুলিশের উপ-পরিদর্শক সাজিদ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই