বগুড়ায় পৃথক দুটি অভিযানে ২১ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের স্টেশন ও সদরের বেলাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ বাড়ইপাড়া এলাকার জাহিদুল ইসলাম (২৬), মমিনুর ইসলাম (২৫) ও সদর উপজেলার ফুলগাছ ভারালদা বাজার এলাকার মামুনুর রশীদ মামুন (২৬), বগুড়া সদরের চকসুত্রাপুর এলাকার ঝন্টু বাসপর (২০) ও কাহালু উপজেলার ছোটবাখরা এলাকার শাহিন বাদশা (৪৮)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি, ৫টি মোবাইল ফোন, ৭টি সিম এবং নগদ ২১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
র্যাবের এই কর্মকর্তা বলেন, মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়া শহরের রেলওয়ে স্টেশন ও সদরের ঢাকা-রংপুর মহাসড়কের ছোট বেলাইল এলাকায় অভিযান পরিচালনা করে ২১ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কৌশলে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল