চাঁদপুরের ফরিদগঞ্জে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানলাইট ফাউন্ডেশন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধানুয়া বাজার মৌলুভী বাড়ি প্রাঙ্গনে এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম, গাইনি, শিশু, অর্থপেডিক ও চক্ষু রোগে বিশেষজ্ঞ ঢাকা ও চাঁদপুরের ১০ জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
সংগঠনের সমন্বয়কারী আশরাফুর রহমান শাওন বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেয়ার লক্ষে এই ক্যাম্প আয়োজন করা হয়। দিনব্যাপি ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদানে ১০ জন চিকিৎসক নিয়োজিত। সর্বমোট ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছ।
স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্ব ছিলেন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান। ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি, ইইজি পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্টে ছিলেন- অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES)|
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নূর সারা কাদের বলেন, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে আমাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা দেয়া নয় বরং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। সুস্থ জীবনযাত্রার বিষয়ে মানুষকে আরও আগ্রহী করে তোলা।
বিডি প্রতিদিন/এএ