লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি(২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি(২৫) একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহন বাসের সাথে শুক্রবার সকাল ১০ টায় মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলর। এসময় মোটরসাইকেল চালক রমজান আলী নিহত হন এবং পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি গুরুতর আহত হন। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার দূরে নিয়ে যায়। পরে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গুরুতর আহত খাদিজাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাসের চালক পালিয়ে গেলে বাসটি আদিতমারী থানা পুলিশ নিজেদের হেফাজতে রাখেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবহন বাসটির চালক পালিয়ে গেলে বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ