গাইবান্ধার সাদুল্লাপুরে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন সারোয়ার হোসেন (৩২) নামে এক এনজিও কর্মী।
নিখোঁজ সারোয়ার হোসেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এলাকার মঞ্জিল হোসেনের ছেলে। তিনি বেসরকারি সংস্থা (এসকেএস) ফাউন্ডেশনের পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসকেএস ফাউন্ডেশনের ঢোলভাঙ্গা শাখা ম্যানেজার আনোয়ারুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মাদারহাট বাজার এলাকায় কিস্তি আদায় করতে যান তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এসকেএস ফাউন্ডেশনের পলাশবাড়ির ঢোলভাঙ্গা শাখা ম্যানেজার আনোয়ারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সারোয়ার হোসেন কিস্তির টাকা তুলতে অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। তিনি সাদুল্লাপুর উপজেলার মাদারহাট-জুগিবাড়ি এলাকার একটি বাড়িতে বসে কিস্তির টাকা আদায় করেন। এ সময় তার মোবাইলে একটি নাম্বার থেকে বারবার ফোন আসলে ঋণ ও কিস্তির বিষয়ে কথা বলেন তিনি। পরে কিস্তি আদায় শেষ করে দুপুরে মাদারহাট বাজার হয়ে অফিসের দিকে রওনা দেন তিনি। এরপর থেকে তাকে আর খোঁজ পাওয়া যায়নি। এছাড়া তার কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, সারোয়ারের কাছে কিস্তি আদায়ের নগদ দেড় লাখ টাকা, ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল ও অফিসের কাগজপত্র ছিল। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সারোয়ার হোসেনের ছোট ভাই সাকোয়াত হোসেন বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারোয়ার হোসেনের কোন সন্ধান মেলেনি। এঘটনায় তদন্ত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা