ফেনীর সোনাগাজী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ হাট-বাজার ও প্রধান প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং শুরু হয়েছে।
বুধবার দুপুর থেকে সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন আহসান ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকনের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য পৌর-শহরের জিরোপয়েন্ট, পশ্চিমবাজার এবং উপজেলার সোনাপুর, বাদামতলী, মুহুরী প্রজেক্ট এলাকায় কম্বাইন্ড প্যাট্রলিং করেন।
এসময় স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের সাথে কথা বলে এলাকার সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতামত নেন এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করার জন্য মোবাইল নম্বর প্রদান করেন।
এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ডাকবাংলোয় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ তল্লাশি বসিয়ে বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাইসহ তল্লাশি করা হয়। সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিবর্গকে করা হয়েছে জিজ্ঞাসাবাদ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, অপরাধ দমনে টহল অব্যাহত রাখা হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই