বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল (১৩) হত্যা মামলায় মঞ্জু সরকার (৬৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জু সরকার উপশহর এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে।
জানা যায়, মঞ্জু ফ্যাসিস্ট আওয়ামী লীগের বগুড়া জেলার অর্থ যোগানদাতা এবং জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তিনি বিগত সময় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জু স্কুল ছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামী।
বিডি প্রতিদিন/জামশেদ