চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে রিফ্রেসার প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান। অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক সারওয়ার হোসেন খাঁন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম এবং জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। প্রশিক্ষণে প্রায় ১৫০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই