রাজশাহীতে পদ্মার পাড়ে সীমান্ত অবকাশের চরে মুখমণ্ডলে টেপ প্যাঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিন্টু, তার বাড়ি নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় বলে জানা গেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকালে পদ্মার চর এলাকায় কিছু মানুষ হাঁটতে গেলে তারা লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড না দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/মুসা