শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে ৫১ দিনব্যাপী অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৭টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষক মো. রোস্তম আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্দিতা রাণী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোস্তফা কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এসকে সাত্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। পরে ৩৭টি ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ