নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকাল তিনটায় জেলা জজকোর্ট সড়কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীরা মঞ্চ সাজানোর প্রস্তুতি নিচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলু, জয়নাল আবদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়াসহ বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা।
অনুষ্ঠান ঘিরে দলীয় নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দুপুর ১২টার পর থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন। সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাবেন কেন্দ্রীয় নেতারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ