ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনে চালককের মাথায় রড দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে গেছে এক যুবলীগ নেতা। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর উপজেলার ভূইছিত্র এলাকায় যুবলীগ নেতা অনিল আহমেদ জয়ের বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে।
পরে অনিল আহমেদ জয়ের বাবা মহিউদ্দিন মেম্বার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় অটোচালক সুবজ সাহাকে (৪০) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলঘর ইউনিয়নের সাবেক যুবলীগের যুগ্ম সম্পাদক (মেজবা উদ্দিন জয়) অনিল আহমেদ জয় (৩৫) অটোরিকশাটি ভাড়া করে এক্সপ্রেসওয়ের পশ্চিম পাসের সার্ভিস লেন ধরে তার বাড়ির কাছাকাছি এসে অটোচালকের মাথায় রড দিয়ে কয়েকটি আঘাত করে। এতে অটোচালক লুটিয়ে পড়লে জয় অটোরিকশাটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোচালক সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সবুজ কয়েকবার বমি করে এবং তার নাক ও কান দিয়ে রক্তপাত হওয়ায় চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর আগে দুর্ঘটনায় অনিল জয়ের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। এরপর থেকে প্রায়ই তার মাথা গরম থাকে (মানসিকভাবে উত্তেজিত)। গত শনিবার তার মানিব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় রবিবার সারাদিন অস্বাভাবিক আচরণ করে আসছিল। অটোরিকশাচালক সবুজ সাহার বাড়ি সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে। তার বাবার নাম গোবিন্দ লাল সাহা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ এটা নিয়ে কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই