গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস কর্তৃক প্রধানকৃত ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন ফিজিক্যাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৫ এবং ইয়ং সাইন্টিস্ট প্রাইজ ইন বায়োলজিক্যাল সায়েন্সেস ফর দ্যা ইয়ার-২০১৮ অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইজন গবেষক।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) অ্যাওয়ার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই দুই গবেষক।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত দুই গবেষক হলেন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান ও বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।
ফিজিক্যাল সায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বাংলাদেশ থেকে দুই ক্যাটাগরিতে দুইজন গবেষককে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রসঙ্গত, গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ ও পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান এবং ২০২১ সালে অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন।
বিডি প্রতিদিন/এএ