কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের প্রায় চারদিন পরে স্বপন মুন্সী (৫৭) নামের এক বাক প্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা সংলগ্ন গড়াই নদীর তীর থেকে মরদেহটি করা হয়।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ধর্মপাড়া এলাকার মৃত নাসির মুন্সীর ছেলে।
স্বপন মুন্সীর মরদেহ শনাক্ত করেছেন তার ছেলে মো. খলিলুর ইসলাম। তিনি বলেন, 'গত বুধবার ফজরের নামাজ পড়তে বেড়িয়ে আর বাড়ি ফিরেননি বাবা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও বাবাকে কোথাও পাইনি। শনিবার রাতে গড়াই নদীতে লাশের খবর পেয়ে ছুটে এসে দেখি বাবার মরদেহ। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন।'
কুমারখালী থানার উপ-পরিদর্শক চিরঞ্জীৎ মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, ' শনিবার শেষ বিকেলে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি নদীর তীরে এনে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। নৌ পুলিশ মরদেহটির সুরতহাল শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। হত্যা না কি দুর্ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।
বিডি প্রতিদিন/মুসা