বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বগুড়ায় শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ আন্তঃউপজেলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ওইদিন সকাল ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহণ করবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে আহ্বায়ক করে টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল। প্রতিটি দল নিজ উপজেলার বাইরের সর্বোচ্চ ৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন।
চ্যাম্পিয়ন দলকে ১ লাখ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। উল্লেখ্য, বগুড়ায় এই প্রথম জেলা প্রশাসক কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক