খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেহারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, শিক্ষার্থীদের শরীর গঠন ও মনোবিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন অপরিসীম। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোমানা আক্তার, এএসপি তৌফিকুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম।
বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। পুরস্কার বিতরণের পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র ইংরেজি শিক্ষক আদনান। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই