মুন্সিগঞ্জে যুবসমাজের বেকারত্ব ঘুচাতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি প্লাঙ্গনে তারুণ্যের উৎসবে অংশ হিসেবে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে ১৪টি স্টলের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের সুযোগ করে দেয় বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।
সকালে অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এসময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে দিনভর সিভি জমা দেওয়াসহ তাৎক্ষণিক ইন্টারভিউতে অংশ নেয় তরুনরা।
অংশগ্রহণকারীরা ও চাকরি প্রদানকারীরা জানায়, এমন উদ্যোগে একদিকে যেমন কর্মসংস্থানে সুযোগ হবে অন্যদিকে অনেক প্রতিষ্ঠানে যেসব পদ ফাঁকা রয়েছে সেগুলোও পূরণ হবে।
জেলা প্রশাসক জানায়, তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে ঘরে তোলার জন্যই এমন উদ্যোগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ