নাটোরের হালতি বিল পরিদর্শন করেছেন মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক দূত মিস সারাহ গিলেস্কি। সোমবার (১০ ফেব্রুয়ারি) হালতি বিলের কৃষি কার্যক্রম ও ফসল পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে মার্কিন দূত মিস সারাহ জেলেস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, খোকন হোসেন, সোহেল রানা, শামিম হোসেন প্রমুখ।
এ প্রসঙ্গে নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন জানান, হালতি বিলের কৃষি ব্যবস্থা, সমস্যা, সম্ভাবনা, কৃষি যান্ত্রিকীকরণ এবং এর ব্যবহার, ব্যয়সহ নানা দিক নিয়ে আলোচনা করেছেন মিস সারাহ গিলেস্কি।
বিডি প্রতিদিন/মুসা