যশোরের নওয়াপাড়ায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে সারবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে কোনও হতাহত না হলেও ওই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দেড়ঘণ্টার বেশি সময় সুন্দরবন এক্সপ্রেস সিঙ্গিয়া স্টেশনে অবস্থান করার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিষয়টি নিয়ে জানার জন্য যশোরের স্টেশন মাস্টার আয়নাল হাসানের নম্বরে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে বেনাপোলের স্টেশন মাস্টার সাঈদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সাঈদুজ্জামান জানান, খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে দশটার দিকে নওয়াপাড়ার ভাঙাগেট এলাকা অতিক্রম করছিল। এসময় সারবোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে তা বিধ্বস্ত হয়। তবে সংঘর্ষের আগ মুহূর্তে ট্রাকচালক ও হেলপার লাফ দিয়ে আত্মরক্ষা করেন। ট্রেন যাত্রীদেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের লাইট বিনষ্ট হওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। সে কারণে ট্রেনটিকে স্থানীয় সিঙ্গিয়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে খুলনা থেকে অন্য একটি ট্রেনে বাড়তি ইঞ্জিন নিয়ে এসে সুন্দরবন এক্সপ্রেসে সংযুক্ত করা হয়। রাত ১২টার পর সুন্দরবন এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সাড়ে ১২টায় যশোর স্টেশন অতিক্রম করে।
স্থানীয় কয়েকজন জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে যায় এবং বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণে যশোর-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচলও বন্ধ ছিল।
এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ট্রেনটি। ট্রেনের গতিও কম ছিল। ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় খুলনা থেকে সারাদেশে রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ