মাদারীপুর জেলার শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসচাপায় একটি ট্রাকের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, মুন্সীরবাজার এলাকায় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে বলা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন