বগুড়ার শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে দুই কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর শহরের ধুনটমোড় থেকে কলেজরোড় পর্যন্ত উপজেলা বিএনপির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
এতে বিএনপি ও সহযোগী সংগঠন ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করেন অনেকে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণের দাবিটি শেরপুরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এটি নির্মাণ করা না হলে এই উপজেলার মানুষ চরম বিপদে পড়বেন। ইতিমধ্যেই মহাসড়কটি পারাপারে সীমাহীন ভোগান্তি তৈরী হয়েছে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব নেমে এসেছে। হাজার হাজার শ্রমিক বেকার হতে বসেছেন। জনগুরুত্বপূর্ণ এই দাবিটি পূরণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাই।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া সব দল ও গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই এই সরকারের সঙ্গে রয়েছেন। তাঁদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, ডা. মাহবুব আলী, পিয়ার হোসেন পিয়ার, ইসলামী আন্দোলনের শেরপুর শাখার সভাপতি মাহমুদুর চুন্নু, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, শেরপুর ক্লিনিক মালিক সমতির সভাপতি মোস্তাফিজার রহমান নিলু, শেরপুর প্রেসক্লাবের সধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
জানা যায়, সাসেক-২ এলেঙ্গা হাটিকুমরুল-রংপুর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। নির্মাণাধীন এই সড়কটির শেরপুর অংশে শহর রক্ষায় ফ্লাইওভার নির্মাণ অতিব জরুরি। অন্যথায় মহাসড়কের পূর্ব ও পশ্চিম পাশের মানুষের মাঝে বিভাজন তৈরী হবে। পাশাপাশি আঠারটি মার্কেট, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে বিপর্যয় নেমে আসবে। বিশেষ করে দেশের অন্যতম চালের মোকাম ও দই-মিষ্টির ব্যবসায় ধ্বস দেখা দিবে। ফলে এসব পেশার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবেন। এমন পরিস্থিতিতে এবার ফ্লাইওভার নির্মাণের দাবিতে মাঠে নেমেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ