রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
ঘন কুয়াশার কারণে অন্ধকার থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরের সাতমাথা চায়না হল এলাকায় বাসের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হন। এতে আহত হন অন্তত চারজন। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইটকোচ কুড়িগ্রাম থেকে রংপুরগামী থ্রি-হুইলারটিকে (তিন চাকার মাহেন্দ্র) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে পথঘাট দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অপরদিকে সকালে নজিরের হাট এলাকায় রংপুর-বদরগঞ্জ সড়কে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার বড়দরগাও হাইওয়ে থানার সামনে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাস ধাক্কা দিলে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার আব্দুস সামাদের ছেলে আসলাম খান (৪৬) নিহত হন। এতে আহত হন ২৩ জন।
বড়দরগাও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম