খাগড়াছড়িতে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য সেবা পেতে সেবাপ্রার্থীদের ভোগান্তির প্রতিবাদে খাগড়াছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে তারা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জন্মনিবন্ধন ও নাগরিক সনদ দেওয়ার জন্য টাকা দাবি করেন এবং স্থানীয়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ প্রয়োজন হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এছাড়াও সেবা নিতে আসা লোকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও করেন তারা।
তবে তৃপ্তি শংকর চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। জনপ্রতিনিধির কাজ তাকে অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই-বাছাই করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।
৫ আগস্টের পর পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
বিডি প্রতিদিন/আশিক