খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এসময় প্রধান অতিথি বলেন, শরীর ও মনন চর্চায় খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিসিবি সহকারী কোচ মুজাহিদুল আলম চৌধুরী বাবু, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম, আক্তার হোসেন রুবেল, আনিসুল আলম চৌধুরী আনিক, মাদল বড়ুয়া, অংশগ্রহণকারী স্কুলের ক্রীড়া শিক্ষক সুকুমার চাকমা, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজওে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অংশ নিয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/মুসা