পিরোজপুরের ভান্ডারিয়ায় স্থানীয়দের গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামে একজন মারা গেছেন। ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামে শনিবার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শাহ আলমের পুত্র জসিম জানান, গত শনিবার রাত ১১টার দিকে আমার বাবাকে বাড়ি থেকে দুইজন লোক ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর রাত্রে তার মোবাইল আমরা বন্ধ পাই। পরে সকালে স্থানীয়রা আমাদের জানায় আমার বাবার লাশ মালাকার বাড়ির পাশ পরে রয়েছে। যে বাড়িতে আমার বাবাকে হত্যা করা হয়েছে তাদের সাথে আমাদের আগে থেকে একটু ঝামেলা ছিল।
স্থানীয় ফিরোজ মালাকার জানান, শনিবার রাত ৩টায় আমার ঘরে সিং কেটে দুইজন লোক প্রবেশ করার চেষ্টা করলে আমরা চিৎকার করি। চিৎকারে বাড়ির অন্য ঘরের লোক বের হয়ে দুইজনের মধ্যে একজনকে ধরে ফেলে। এসময় তাকে মারধর করলে সে মারা যায়। অপরজন পালিয়ে যায়।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জানান, সেলিম শাহ এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরকে থানায় আসতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ