বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, ‘নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে। সময়ক্ষেপণ করা হচ্ছে। সকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ বৃহস্পতিবার বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের পূর্বে এ কথা বলেন তিনি।
বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা সরোয়ার আরও বলেন, মানুষ ভোট দিতে পারেনি। সবাই ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে।
বিএনপির ছক অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে দাবি করে সরোয়ার বলেন, ‘দেশের ইতিহাসে খালেদা জিয়া হচ্ছেন নবাব সিরাজ-উদ-দৌলা ও শেখ হাসিনা মীর জাফর।’
তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন।
রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন এটি সময়োপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে।’
এ সময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধ সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপিতে যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেয় হবে না।’
দোয়া মোনাজাতে মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন ও সৈয়দ আকবরসহ সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ