সুন্দরবনে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে পাইপগান, ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার ঘাগরামারি এলাকায় যৌথ অভিযান চলাকালে ২টি দেশিয় পাইপগান, ২টি ককটেল, একটি দা ও অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। আটক দুই সন্ত্রাসী মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ’র (৩০) বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘাগরামারি গ্রামে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ