ফরিদপুরের ভাঙ্গায় পুখুরিয়া রেলস্টেশনে রেল না থামানোয় আজ বুধবার দ্বিতীয় দিনের মত ট্রেন আটকে দিল এলাকাবাসী। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর 'মধুমতী এক্সপ্রেস' পুখুরিয়া রেলস্টেশনে আধা ঘণ্টার বেশি সময় আটকে থাকে।
এর আগে গত রবিবার (১৯ জানুয়ারি) শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে একই দাবিতে ঐ রেল স্টেশনে বিক্ষোভ ও রেল অবরোধ করার ঘটনা ঘটেছে। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার রেল কর্তৃপক্ষ এক ঘোষণায় সারা দেশের দুটি স্টেশনে ১৯ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেন না থামার ঘোষণা দেন। এর মধ্যে ভাঙ্গার পুখুরিয়া রেলস্টেশন রয়েছে। সে হিসেবে মধুমতি এক্সপ্রেস ভাঙ্গার পুখুরিয়া রেলস্টেশনে থামছে না। এ ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে উঠে এলাকাবাসী। তারা প্রথম দিনেই দাবি আদায়ের জন্য আন্দোলনের ঘোষণা দেয়। এলাকাবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন পুখুরিয়া রেলস্টেশনের পার্শ্ববর্তী ব্রাহ্মণকান্দা আব্দুস শরীফ একাডেমির শিক্ষার্থীরা। তারা রবিবার পুখুরিয়া স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস আটকে দেয়। ট্রেনে থাকা কর্মকর্তারা পুনরায় মধুমতি এক্সপ্রেস পুখুরিয়া স্টেশনে থামার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। গত দুইদিনেও কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নেওয়ায় আজ দ্বিতীয় দিনের মত এলাকাবাসী ট্রেন আটকে দেয়।
এ প্রসঙ্গে তালমা ও পুখুরিয়া রেলস্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, গত শুক্রবার রেলপথ বিভাগ সারা দেশের দুটি স্টেশনে আন্তঃনগর ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেয়। এ অঞ্চলের মধ্যে পুখুরিয়া রেলস্টেশন একটি। ১৯ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। গত রবিবার ও সর্বশেষ বুধবার রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস
পুখুরিয়া স্টেশন এলাকায় আসলে শত শত লোক অবরোধ করে। ট্রেনটি বুধবার দুপুর ১২টা ২৫ থেকে দুপুর ১টা পর্যন্ত আটকে রাখে এলাকাবাসী। পরে ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করেন।
বিডি প্রতিদিন/মুসা