মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২শ' কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড শনিবার (১৮ জানুয়ারি) পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সমস্ত জাটকা ইলিশ জব্দ করে।
কোস্টগার্ড জানান, শরীয়তপুর থেকে ঢাকা গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ২১-৪৫২৫) তল্লাশি চালালে ওই ট্রাক হতে ১২ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ২০ বিশ হাজার টাকা।
কোস্টগার্ড আরো জানান, জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কোস্টগার্ড মিডিয়ার মাহফুজ বলেন, আমরা রাত আড়াইটা থেকে ভোর ৬টা পর্যন্ত পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক হতে ১২শ' কেজি জাটকা ইলিশ জব্দ করি। ওই ট্রাকে থাকা অন্যান্য মাছ ট্রাক ড্রাইভার এর উপস্থিতিতে গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে লৌহজং উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানায় ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন