রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে পদ্মা নদীর কুশাহাটা চর এলাকা থেকে মিরাজ শেখের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।
দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে মাছটি বিক্রয়ের জন্য ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। চান্দু মোল্লা বলেন, সকালে আড়তে গিয়ে বড় বোয়াল দেখতে পাই। মাছটি ক্রয়ের জন্য অপেক্ষা করি। পরে কেসমত মোল্লার মৎস্য আড়তে মাছটি বিক্রয়ের জন্য নিলামে তোলা হয়। সেখান থেকে সর্বোচ্চ দামে ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি আমি ক্রয় করি। পরে আমি মুঠোফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করে এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করে দিই।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পদ্মায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। পদ্মার বোয়াল মাছ খুব সুস্বাদু। বড় মাছের দাম সব সময় বেশি থাকে। ১৬ কেজি ওজনের বোয়াল মাছের ক্ষেত্রে তাই হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল