দিনাজপুরের পার্বতীপুরের সাকোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে প্রবাহিত সাকেয়া নদী হতে বাসুপাড়ার পূর্ব দিক থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। গায়ে গেঞ্জি, পরনে প্যান্ট, হাতে ঘড়ি ছিল। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায়।
বিডি প্রতিদিন/জামশেদ