গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এএ ইয়াং মিলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কারখানার শ্রমিক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের বেতন দেওয়ার কথা প্রতি মাসের ৭ তারিখ, কখনো ১০ তারিখেও মেনে নিই। কিন্তু এখন অক্টোবরের ২৩ তারিখ। তবু আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসের বেতন দেওয়া হয়নি। আমরা সংসার চালাব কীভাবে? বাড়িভাড়া, দোকানের বাকি এসব কেউ বুঝতে চায় না। নারী শ্রমিক সায়মা আক্তার বলেন, ঘরে চাল-ডাল নেই, সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। আমরা কারও ক্ষতি করতে চাই না, কিন্তু উপায়ও তো নেই। যে বেতন পাই, তা দিয়েই দোকানের বাকি ও বাড়িভাড়া মিটিয়ে শূন্য হাতে ঘরে ফিরতে হয়। বৃদ্ধ মা-বাবা ও সন্তানরা আমাদের বেতনের জন্য অপেক্ষায় থাকে। এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সুলতান উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, বেলা ১১টার দিকে এএ ইয়াং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পর শ্রমিকরা বিভিন্ন দিক থেকে আবার মহাসড়কে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং পুলিশের একটি জিপের কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু