কক্সবাজারের রামু উপজেলায় দুই শিশু হাসান শাকিল (১০) ও হোসেন কাজলকে (৮) অপহরণের পর হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ড, তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন গর্জনিয়ার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন ওরফে বুলু, মিজানুর রহমান ও মো. শহীদুল্লাহ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম। জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রামুর বড়বিল এলাকায় দোকান কর্মচারী মোহাম্মদ ফোরকানের দুই ছেলে হাসান শাকিল ও হোসেন কাজলকে পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা।