কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীর পানিতে ডুবে আবদুল লতিফ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল লতিফ ওই এলাকার আমিন পণ্ডিতের ছেলে। স্থানীয়রা জানায়, আবদুল লতিফ মানসিক রোগে ভুগছিলেন। গতকাল পরিবারের সবার অজান্তে লতিফ বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরে পথচারীরা পাশের বামনি নদীতে তার লাশ ভাসতে দেখেন।