যৌতুকের টাকা দিতে না পারায় তাছলিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখেন স্বামী কামাল হোসেন। গতকাল সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নিহতের স্বজনরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই আসাদুজ্জামান। এ সময় তার আরেক ভাই মাওলানা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত চিলেন। তাছলিমা তিন সন্তানের জননী। তিনি সাতক্ষীরার তালা উপজেলার শিরাশনি গ্রামের মৃত আবুল কাশেম শেখের মেয়ে। স্বামী কামাল যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই তাছলিমাকে নির্যাতন করত কামাল। সাত মাস আগে তাকে ১ লাখ টাকা দেওয়া হয়। পরে ২৭ সেপ্টেম্বর আবারও ২০ হাজার টাকা দাবি করে কামাল। সাতক্ষীরা থানার ওসি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।