ঠাকুরগাঁওয়ের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে প্রশাসন। জেলা শহরের ঘোষপাড়ায় ওই অফিস থেকে মঙ্গলবার রাতে এ ইয়াবার চালান জব্দ করা হয়।
প্রশাসানের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কার্টুনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবাগুলো স্কটেপ মুড়িয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। যার ঠিকানায় পাঠানো হয়েছে তার মোবাইল নম্বরে কুরিয়ারের লোকজন একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে প্রশাসনের সহায়তায় প্যাকেটটি খুলে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট।
সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম সুইট (৩৭) নামে একজনকে আটক করেছে র্যাব।