অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে গতকাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। এসময় তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে কালাম মিয়ার টেনস্টার বেকারিকে ২৫ হাজার টাকা, মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের রয়েল কনজুমার প্রোডাক্ট নামে এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা এবং গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার নিউ বনফুল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশের সময় হোটেল-রেঁস্তোরা ও বেকারিসহ শতাধিক দোকানি তাৎক্ষণিক দোকান বন্ধ করে সটকে পড়েন।