দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির জেলা সম্মেলন। শনিবার (আজ) এই সম্মেলনকে কেন্দ্র করে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে সেজেছে। শহরের বিভিন্ন সড়কজুড়ে ফেস্টুন-ব্যানার ও পোস্টারে ভরে গেছে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। স্থানীয় নেতা-কর্মীরা জানান, এ সম্মেলন তাদের কাছে উৎসব ও আনন্দের। তারা আশা করছেন এই সম্মেলনের মধ্য দিয়ে জেলা বিএনপি নতুন প্রাণশক্তি ফিরে পাবে। সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন দলটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, নির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
জেলা বিএনপির সদস্যসচিব কামরুল হাসান বলেন, গত ১৩ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আমরা নিরলসভাবে কাজ করেছি। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটির ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছি।
আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলায়ন করলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারেক রহমান সবসময় মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন, এই সম্মেলন সেই সংগ্রামেরই অংশ।